সময় ও কার্য

Show Important Question


41) একজন কন্ট্রাক্টর 90 দিনে একটি কাজ শেষ করবেন বলে চুক্তি করলেন । তিনি 48 জন লোককে নিযুক্ত করলেন এবং 50 দিন পর দেখলেন যে কাজটির 3/5 অংশ সম্পন্ন হয়ে গেছে । কত জন লোককে তিনি ছাড়িয়ে দেবেন যাতে করে কাজটি সময়মত সম্পন্ন করা যায় ?
A) 4 জন
B) 6 জন
C) 8 জন
D) 10 জন

42) X ও Y কোন কাজ যথাক্রমে 12 ও 16 দিনে সম্পন্ন করে। তারা একত্রে কাজ শুরু করল এবং 3দিন পর X চলে গেল। বাকি কাজটি Y কত দিনে সম্পন্ন করবে?
A) 9
B) 10
C) 12
D) 15

43) A,B এবং C কোন কাজ যথাক্রমে 20 দিন ,15 দিন ও 12 দিনে শেষ করতে পারে। A কতদিনে কাজটি শেষ করবে যদি প্রতি একদিন অন্তর B ও C তাকে কাজে সহায়তা করে?
A) 14
B) 6
C) 8
D) 10

44) X কোন কাজ 5 দিনে , Y 4 দিনে এবং X,Yও Z মিলে কাজটি 2 দিনে সম্পন্ন করে। Z একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে?
A) 12
B) 15
C) 18
D) 20